Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিঃ দ্রঃ জন্মের পর পরই নবজাতকের জন্ম নিবন্ধন করুন ও মৃত্যুর পর  মৃত ব্যক্তির মৃত্যু নিবন্ধন করুন। সেইসাথে পরিবারের সকল নাগরিকের  হাতে লেখা নিবন্ধনের অনলাইন, শুদ্ধ ও ইংরেজি কপি সংগ্রহ করুন। 


কিশোর কিশোরী ক্লাব

সরকারি কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প

ক্লাবের অবস্থান: গাবরাগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়


সারাদেশের মতো কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নেও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে কিশোর কিশোরীদের জন্য স্থাপন করা হয়েছে কিশোর কিশোরী ক্লাব! যেখানে প্রশিক্ষক হিসেবে

  • একজন সংগীত প্রশিক্ষক
  • একজন আবৃত্তি প্রশিক্ষক
  • একজন ক্যারাতে প্রশিক্ষক
  • একজন জেন্ডার প্রমোটর(নারী-পুরুষ সমতা বিষয়ক সচেতনকারী) শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে! 


প্রশিক্ষকের নাম প্রশিক্ষণের বিষয় মোবাইল
বাপ্পি কান্তি সরকার জেন্ডার বিষয়ক প্রশিক্ষক ০১৭১২৩৪১৬১২
হৃদয় হাসান আবৃত্তি বিষয়ক প্রশিক্ষক ০১৫২১-৭৩৯১৫৭
ইমরুল কায়েস ক্যারাতে বিষয়ক প্রশিক্ষক
- সংগীত বিষয়ক প্রশিক্ষক -


আপনার সন্তানকে উক্ত ক্লাবে ভর্তি করানোর জন্য এই নাম্বারে ০১৫২১-৭৩৯১৫৭ যোগাযোগ করুন।


কিশোর-কিশোরী ক্লাবের লক্ষ্য:

— কিশোর-কিশোরীদের চিত্তবিনোদন ও সামাজিক করণের জন্য নিরাপদ স্থানের ব্যবস্থা করা।

— বাল্যবিবাহ, যৌনহয়রানী ও যৌতুক প্রবণতা রোধ করা।

— কিশোর-কিশোরীদের মধ্যে নেতৃত্বদান ও সুস্থ মানসিক বিকাশের সুযোগ সৃষ্টি করা।

— কিশোর-কিশোরীদের অধিকার বাস্তবায়নে কিশোর-কিশোরী ও কমিউনিটির অংশগ্রহণ বৃদ্ধি করা।

— শিক্ষা জীবন থেকে ঝড়ে পড়া কিশোরীদের জীবিকা অর্জনমূলক প্রশিক্ষণে অংশগ্রহণ নিশ্চিত করা।        


কিশোর-কিশোরী ক্লাবের উদ্দেশ্য :

— কিশোর-কিশোরীদের জীবন দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের জীবনমান উন্নয়ন।

— অধিকার প্রতিষ্ঠা এবং নারী-পুরুষের বৈষম্যহীন ও পারস্পরিক সুরক্ষামূলক সমাজ গঠনের অনুকূল পরিবেশ সৃষ্টি।

— কিশোর-কিশোরীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ সৃষ্টি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা।

— বাল্যবিবাহ, যৌনহয়রানী ও যৌতুক প্রবণতা রোধকল্পে সচেতনতা সৃষ্টি।

— ঝরে পড়ার হার কমানো এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ক সচেতনতা সৃষ্টি।


কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম :

— জীবন দক্ষতামূলক শিক্ষা গ্রহণ।

সাংস্কৃতিক কার্যক্রম, যেমন- নাচ, গান, আবৃত্তি,

বই লেনদেন ও বই পড়া।

পত্র-পত্রিকা পড়া।


বিভিন্ন দিবস উদযাপন (আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবস, জাতীয় শিশু দিবস, কন্যা শিশু দিবস, শিশু অধিকার দিবস, নারী দিবস, বিশ্ব এইডস্ দিবস ইত্যাদি)               


— বিভিন্ন খেলাধুলা, যেমন- ক্যারাম, লুডু, দাবা, বাগাডুলি, কাবাডি, ভলিবল, ব্যাটমিন্টন, ক্রিকেট ইত্যাদি।