Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিঃ দ্রঃ জন্মের পর পরই নবজাতকের জন্ম নিবন্ধন করুন ও মৃত্যুর পর  মৃত ব্যক্তির মৃত্যু নিবন্ধন করুন। সেইসাথে পরিবারের সকল নাগরিকের  হাতে লেখা নিবন্ধনের অনলাইন, শুদ্ধ ও ইংরেজি কপি সংগ্রহ করুন। 


শিরোনাম
শাপলা বিল
স্থান

নাড়িয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটু সামনেই।

শাপলা বিলের অবস্থান এখানে দেখুন

কিভাবে যাওয়া যায়

নেত্রকোণা জেলা শহর থেকে অটো,সিএনজি,মোটরসাইকেল, রিক্সা সহযোগে এখানে আসা যাবে। তাছাড়া ব্যাক্তিগত গাড়ী (যেমন: প্রাইভেটকার) দিয়েও আসা যাবে। জেলা শহর থেকে জায়গাটির দুরত্ব প্রায় ৯ কিলোমিটার

যোগাযোগ

শাপলা বিলের অবস্থান এখানে দেখুন

বিস্তারিত

নীল জলরাশিতে ফোটা শাপলা ফুল কার না ভালো লাগে। আর লাল রঙের শাপলা ফুল তো আরও আকর্ষণীয়! এমনই লাল শাপলা ফুলের সমারোহ দেখা যায় নাড়িয়াপাড়া শাপলা বিলে। স্থানীয়রা একে গোরা বিল বা গোরাদিঘী বিলও বলে থাকে। যদিও শুধুমাত্র শাপলা ফুল ফোটার ঋতুতে আসলে এখানে ফুল দেখতে পাওয়া যাবে।

শাপলা বিলের অবস্থান এখানে দেখুন