একটি বিশেষ ঘোষণা
উপজেলা সমাজসেবা কার্যালয়, নেত্রকোণা সদর, নেত্রকোণা কর্তৃক সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাধীন বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কর্মসূচি এবং হিজরা, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠী বিশেষ ভাতা কর্মসূচির আওতাধীন সকল ভাতাভোগী স্ব-শরীরে উপস্থিতির মাধ্যমে লাইভ ভেরিফিকেশনের জন্য আইডি কার্ডের ফটোকপি ও মোবাইল নম্বর সঙ্গে নিয়ে নিম্নবর্ণিত ছক অনুযায়ী নিজ নিজ ওয়ার্ডের নির্ধারিত স্থানে, নির্ধারিত তারিখ ও বারে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল।
বিশেষ দ্রষ্টব্য: লাইভ ভেরিফিকেশনে ভাতাভোগী স্ব-শশীরে উপস্থিত না হলে ভাতাভোগীর ভাতা প্রদান বাতিল করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস