Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিঃ দ্রঃ জন্মের পর পরই নবজাতকের জন্ম নিবন্ধন করুন ও মৃত্যুর পর  মৃত ব্যক্তির মৃত্যু নিবন্ধন করুন। সেইসাথে পরিবারের সকল নাগরিকের  হাতে লেখা নিবন্ধনের অনলাইন, শুদ্ধ ও ইংরেজি কপি সংগ্রহ করুন। 


স্বপ্নসারথি স্বেচ্ছাসেবী সংগঠন

 

স্বপ্নসারথি স্বেচ্ছাসেবী সংগঠন (Swapnosarathi Voluntary Organisation)

 

স্লোগান: "চলো বদলাই, বদলে দেই"

প্রতিষ্ঠাকাল: ২২ মার্চ ২০২০ প্রতিষ্ঠাতা: রুমন হাসান, রাকিবুল হাসান রমজান, হৃদয় হাসান।

সংগঠনের উদ্দেশ্য: কালিয়ারা গাবরাগাতী ইউনিয়ন থেকে বিভিন্ন পাবলিক/প্রাইভেট/জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সমন্বয়ে গড়ে ওঠা স্বপ্নসারথি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান উদ্দেশ্যই হচ্ছে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। 

এখন পর্যন্ত বাস্তবায়িত কার্যক্রম (এপ্রিল ২০২১ পর্যন্ত):

উনিয়ন পর্যায়:

  • করোনা ভাইরাসের বিস্তারের শুরুতে ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামে জনসচেতনতা মুলক প্রচারণা, জীবাণুনাশক স্প্রে।
  • ইউনিয়নের গুরুত্বপূর্ণ হাট,বাজারে জীবানু নাশক স্প্রে।
  • ইউনিয়নের শতাধিকেরও বেশী পরিবারে ত্রাণ বিতরণ।
  • ঈদে ছিন্নমূল শিশুদের সাথে ঈদ উদযাপন ও শিশুদের খাবার বিতরণ।
  • ঈদে ছিন্নমুল শিশুদের মাঝে বস্ত্র বিতরণ।
  • বিনামূল্যে মেডিক্যাল কলেজ, বিসিএস ক্যাডার ডাক্তারদের সমন্বয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প।
  • ২ টাকায় চিকিৎসা সহায়তা কার্ড দিয়ে ডাক্তার দেখানোর সুযোগ।
  • দুঃস্থ রোগীও তার পরিবারকে আর্থিক সহযোগিতাসহ হাসপাতালে ভর্তি, রক্তদান করে সহযোগিতা।
  • ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদে বৃক্ষরোপণ কর্মসূচি।
  • বর্ষায় রাস্তায় চলাচলের সুবিধার্থে সতর্কীকরণ পতাকা টানানো।
  • পবিত্র মাহে রমজানে ক্যালেন্ডার বিতরণ, কোরআন খতমের মাধ্যমে দেশবাসীর মঙ্গল কামনা।
  • হাতকুন্ডলী আশ্রয়নপ্রকল্পে ১২০ টি পরিবারের মাঝে ইফতার বিতরণ।

নলাইন ভিত্তিক:

  • মেয়েদের বিনামূল্যে চাকুরির আবেদন করার সুযোগ
  • বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তিতে বিনামূল্যে আবেদন করার সুযোগ।
  • বিনামূল্যে দুঃস্থ মহিলাদের ভিজিডি কার্ডের আবেদনে সহায়তা।
  • কলেজ ও বিশ্ববিদ্যালয় এডমিশন হেল্পডেস্ক স্থাপন
  • সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা

জেলা পর্যায়:

  • জেলা প্রশাসন নেত্রকোণার ১ লক্ষ মাস্ক বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ ও শহরে মাস্ক বিতরণ
  • জেলা প্রশাসন, নেত্রকোণা আয়োজিত মুজিব শতবর্ষের শত প্রোগ্রামে স্বপ্নসারথি প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ
  • জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ ও চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ অর্জন।
  • জেলা প্রশাসন প্রাঙ্গনে বকুল ফুলের বৃক্ষ রোপন।
  • জেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে একমাত্র ভ্রাম্যমান রেজিষ্ট্রেশনকারী হিসেবে দায়িত্ব পালন ইত্যাদি। 

খেলাধুলা:

  • যুব সমাজকে মাদকের কাছ থেকে দুরে রাখতে স্বপ্নসারথি ফুটবল টিম গঠন ও ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ। ভবিষ্যৎ পরিকল্পনা: শুধু ইউনিয়ন বা জেলা পর্যায়েই নয়, স্বপ্নসারথি স্বেচ্ছাসেবী সংগঠনের চেষ্টা থাকবে সমগ্র বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন, সুন্দর, দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সহযোগিতা করা।

যোগাযোগ:

  • ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামেই আমাদের স্বেচ্ছাসেবক রয়েছেন। আপনার গ্রামের স্বেচ্ছাসেবকের মাধ্যমেও আপনি বিভিন্ন সহযোগিতা পাবেন। স্বেচ্ছাসেবকদের যোগাযোগের তথ্য জানতে নিচের নাম্বারগুলোতে কল করতে পারেন।
  • মোবাইল:
                                   নাম
                                    মোবাইল
                              রুমন হাসান
                              ০১৬০৯৮৬০০২৯
                     রাকিবুল হাসান রমজান
                              ০১৬০৯৭৬৩০৭৬
                             হৃদয় হাসান
                              ০১৫২১৭৩৯১৫৭ 
  • ইমেইল: swapnasarathivo@gmail.com