০১ জুলাই ২০২৪ তারিখ থেকে এই ইউনিয়ন পরিষদ হতে সকল প্রকার সনদ যেমন- নাগরিকত্ব সনদ, জাতীয়তা সনদ, উত্তরাধিকার সনদ, ওয়ারিশ সনদ, একই ব্যাক্তির প্রত্যয়ন, পারিবারিক সনদ, ভূমিহীন সনদ, বার্ষিক আয়ের সনদ, মাসিক আয়ের সনদ, অভিভাবক সম্মতি সনদ, চারিত্রিক সনদ, অবিবাহিত সনদ, স্থায়ী বাসিন্দা সনদ, অবকাঠামো নির্মাণের অনুমতি সনদ, বেকারত্ব সনদ ও ট্রেড লাইসেন্স ইত্যাদি https://prottoyon.gov.bd ওয়েবসাইট হতে অনলাইনে আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাইপূর্বক কিউআর কোডসহ ডিজিটাল সনদ প্রদান করা হচ্ছে। উপরিউক্ত যেকোনো সনদ পেতে হলে https://prottoyon.gov.bd ঠিকানায় গিয়ে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, ছবি ও ব্যক্তিগত মোবাইল নম্বর দিয়ে ফ্রি নাগরিক নিবন্ধন করুন ও প্রোফাইল সম্পন্ন করুন। তারপর ব্যক্তির প্রয়োজনীয় সনদপত্রের জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করুন। পরবর্তীতে আবেদনপত্র নিয়ে ১১নং কালিয়ারা গাবরাগাতী ইউনিয়ন পরিষদে যোগাযোগ করুন এবং আবেদনের সঠিকতা যাচাইয়ের পরে কাঙ্ক্ষিত সনদপত্র সংগ্রহ করুন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস