সম্প্রতি কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নে, বড়কাটুরি, শৈলনারায়ণ, সাটিয়া, হরিদাসপুর, বোবাহালা, বাদেদুধকুড়া, দুয়ানীদুধকুড়া, দামড়ীহালা ও ছেওপুর হয়ে প্রায় সকল গ্রামের উপর দিয়ে হঠাৎ ভয়ানক ঘূর্নিঝড় বয়ে যায়। এতে প্রায় ১৫০ টি পরিবার ক্ষতিগ্রস্থ হয় ক্ষতিগ্রস্থ। তার মধ্যে অতিদরিদ্র ও তুলনামূলক বেশি ক্ষতিহ্রস্থ ২২টি পরিবারে ২ বান্ডেল টিন ও ছয় হাজার টাকার চেক সরবরাহ করা হয়। নেত্রকোণা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব শাহেদ পারভেজ, নেত্রকোণা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ১১নং কালিয়ারা গাবরাগাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ আমজাদ হোসেন খান ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS