Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিঃ দ্রঃ জন্মের পর পরই নবজাতকের জন্ম নিবন্ধন করুন ও মৃত্যুর পর  মৃত ব্যক্তির মৃত্যু নিবন্ধন করুন। সেইসাথে পরিবারের সকল নাগরিকের  হাতে লেখা নিবন্ধনের অনলাইন, শুদ্ধ ও ইংরেজি কপি সংগ্রহ করুন। 


Image
Title
Union Parishad Complex
Details

কালিয়ারা গাবরাগাতী ইউনিয়ন পরিষদ কমপ্রেক্সটি একটি আধুনিক ইউনিয়ন পরিষদ কমপ্রেক্স ভবন। এটি নিমার্ণ কাজ শেষ হয় ২০১১ইং সালে।

ইউনিয়ন পরিষদ কমপ্রেক্স কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের মুক্তির বাজার থেকে ১ কিলোমিটার দূরে অবস্থিত। এটি একটি আকর্ষণীয় মনোরম পরিবেশে অবস্থিত। ইউনিয়ন পরিষদ কমপ্রেক্স টি প্রায় ১কোটি টাকা ব্যয়ে নিমার্ণ করা হয়।

 

গাড়ো পাহাড়ের পাদদেশেগড়ে  উঠা নেত্রকোণা সদর  উপজেলার একটি ঐতিহ্যবাহী জনপদের নাম কালিয়ারা গাবরাগাতী ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ কালিয়ারা গাবরাগাতী  ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।