স্যাটেলাইন ক্লিনিক কী?
স্যাটেলাইট ক্লিনিক হচ্ছে কালিয়ারা গাবরাগাতী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র দ্বারা পরিচালিত একটি স্বাস্থসেবা ভিত্তিক কার্যক্রম। যেটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্ধারিত বাড়ীতে অস্থায়ী ক্লিনিকের মতো করে পরিচালিত হয়। অর্থাৎ একটি নির্ধারিত সময়ের নির্ধারিত দিনে বাড়ীটি ক্নিনিকে পরিনত হয়। ক্লিনিকের মতোই থাকে ডাক্তার, পাওয়া যায় বিনামূল্যে ঔষধ সহ নানান সেবা।
কখন সেবা নেয়া যাবে এখান থেকে?
কালিয়ারা গাবরাগাতী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে একটি নির্ধারিত সময়ের তালিকা দেয়া হয়, শুধুমাত্র সে সময় ই এখান থেকে সেবা নেয়া যাবে। কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের স্যাটেলাইট ক্লিনিকের তালিকা নিম্নরুপ:
ক্রমিক নং | গ্রামের নাম | স্যাটেলাইট ক্লিনিকের নাম |
০১ | বড়কাটুরী | বড়কাটুরী নুরুল ইসলাম মাস্টারের বাড়ী |
০২ | বাহিরকান্দা | বাহিরকান্দা শাহজাহানের বাড়ী |
০৩ | দুয়ানী দুধকোড়া | দুয়ানী দুধকোড়া মজনু মিয়ার বাড়ী |
০৪ | মশুয়া | মশুয়া বাচ্চু মিয়ার বাড়ী |
০৫ | ত্রিশকাহনিয়া | ত্রিশকাহনিয়া চন্দন মিয়ার বাড়ী |
০৬ | কুমারপুুর | কুুমারপুর কাশেম মাস্টারের বাড়ী |
০৭ | বাঁশাটী | বাঁশাটী মঞ্জিল মিয়ার বাড়ী |
০৮ | হাতকুুন্ডলী | হাতকুুন্ডলী চন্দন মিয়ার বাড়ী |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS