কালিয়ারা গাবরাগাতী ইউনিয়ন পরিষদের সামনই রাস্তাটির অবস্থান।
গাবরাগাতী রোড বা মুক্তির বাজার রোডের অবস্থান এখানে দেখুন।
নেত্রকোণা জেলা শহর থেকে অটো,সিএনজি,মোটরসাইকেল, রিক্সা সহযোগে এখানে আসা যাবে। তাছাড়া ব্যাক্তিগত গাড়ী (যেমন: প্রাইভেটকার) দিয়েও আসা যাবে। জেলা শহর থেকে জায়গাটির দুরত্ব প্রায় ১০ কিলোমিটার।
গাবরাগাতী রোড বা মুক্তির বাজার রোডের অবস্থান এখানে দেখুন।
দু'পাশে সুবিশাল গাছের সারি, যেন আকাশ ছুঁয়ে দাড়িয়ে আছে। মাঝখানে পিচঢালা রাস্তাটির নাম প্যারিস রোড। যদিও স্থানীয় জনসাধারণ গাবরাগাতী রোড বা মুক্তির বাজার রোড নামেই বেশী চেনে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডের মতো দেখতে হওয়ায় এটিকে প্যারিস রোড নাম দেয়ার পর রাস্তাটির সৌন্দর্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়। যার কারনে ভার্চুয়াল নেটিজেনদের কাছে রাস্তাটি সমাধিক পরিচিত।
গাবরাগাতী রোড বা মুক্তির বাজার রোডের অবস্থান এখানে দেখুন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS